দৈনিক বার্তাঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু’র এক মাদ্রসা ছাত্রকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়েছে। অপহৃত শিশু উপজেলার খলিশাকুন্ডু গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম (১০ )। সে স্থানীয় ভবানীপুর মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র । গত ২৪ মে বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মোবাইল ফোন সহ ৫ জনকে আটক করেছে পুলিশ । অপহৃত শিশু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।
হরিনাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, মুক্তিপণ আদায়ের জন্য ব্যবহার করা মোবাইলের সুত্র ধরে অপহরণকারী চক্রের ৫জনকে আটক করা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল ট্রাকিং করে অপহরণকারী চক্রের সদস্য আতিক ও উজ্জলকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে বাকি ৩ জনকে আটক করা হয়েছে ।
পুলিশ জানায়, জড়িতরা সকলেই কলেজ ছাত্র এবং প্রভাবশালী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। কুষ্টিয়া ভিত্তিক অপহরণকারী চক্রের গডফাদারেরা তাদের নিয়ন্ত্রন করে থাকে। শিশু কিশোরদের প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপন আদায় করে থাকে মোটা চক্রটি। এদের হাতে অসংখ্য শিশু যুবক ব্যবসায়ী খুন হয়েছে। এলাকার অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গেও সখ্যতা রয়েছে তাদের।
হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক গুলফাতুল হক সাংবাদিকদের জানিয়েছেন অপহৃত শিশুকে অক্ষত উদ্ধার ও অপহরণকারী দলের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছেন তারা।