1দৈনিক বার্তাঃ  স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি জয়ে শুরু হলো রাশিয়ার।  সোমবার তারা ১-০  গোলে হারিয়েছে  স্লোভাকিয়াকে।

জেনিত সেন্ট পিটার্সবার্গের স্ট্রাইকার আলেক্সান্দার কারজাকোভের একমাত্র  গোলে জয় পায় তারা। অভিষেক ম্যাচে ম্যাক্সিম কানুনিকোভের ক্রস থেকে ৮২ মিনিটে জয়সূচক  গোলের  দেখা  মেলে।

এই ম্যাচে  চোটাক্রান্ত অধিনায়ক  রোমান শিরোকোভকে রাখেননি  কোচ ফ্যাবিও ক্যাপেলো। আগামী ৩১  মে নরওয়ে ও ৫ জুন মরক্কোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ  খেলে ব্রাজিলে উড়াল দিবে রাশিয়া।

১২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া দলটি গ্র“প পর্বে লড়বে দক্ষিণ কোরিয়া,  বেলজিয়াম ও আলজেরিয়াকে।