দৈনিক বার্তাঃ আসন্ন ২০ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক স্বাগতিক দেশ ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সি সে দেশের রাষ্ট্রদূত মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে শুভেচ্ছা স্মারক হিসেবে উপহার দিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জার্সি হস্তান্তর করেন। এসময় বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ হল্যান্ডের জার্সিও রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেয়া হয়। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ও হল্যান্ডের রাষ্ট্রদূত গেরবেন সজোরেড ডি জং নিজ নিজ দেশের পক্ষে উপস্থিত হয়ে জার্সিগুলো রাষ্ট্রপতিকে উপহার দেন।
এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সফলতা কামনা করেন। তিনি বলেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের বিশেষ করে তরুণদের মধ্যে বিশ্বকাপটি দারুণ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।