দৈনিক বার্তাঃ লক্ষ্মীপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মদনপুরে রোমান হোসেন (২২) নামের এক যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রোমান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের যুবলীগ কর্মী এবং বিরাহীমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ভোররাতে রোমানকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নেয় সন্ত্রাসীরা। পরে সকালে ওই ইউনিয়নের মদনপুর গ্রামের একটি রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়।
স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। নিহত রোমান সন্ত্রাসী চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।