শেখ সাদি/দৈনিক বার্তাঃ রাজশাহী বিভাগ বাস, ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে চলছে। সোমবারও বঙ্গবন্ধু সেতু হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘটের কারনে রাজশাহী বিভাগের ৮টি জেলার সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু রাজশাহী বিভাগের ৮টি জেলা নয়, রংপুর ও খুলনা বিভাগের যানবাহনও বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় চলাচল করতে না পারায় এ অঞ্চলের যাত্রীদেরও দুর্ভোগ চরমে উঠেছে।
অবৈধ ভুটভুটি চলাচল বন্ধ, ট্রাকে ওভারলোডের নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ, বিআরটিসি বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ করে ডিপো থেকে ডিপো চালানো, বঙ্গবন্ধু সেতুতে ওজন ষ্টেশনে ওভারলোডের নামে শ্রমিক হয়রানী ও চাঁদাবাজি, বর্ধিত ট্যাক্স কমানো, গত ২৬ এপ্রিল সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিকদের উপর পুলিশের গুলি বর্ষন এবং শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিভাগীয় শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে রোববার থেকে ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। রোববার থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনের দিকে ঝুকে পড়েছে। প্রায় প্রতিটি ট্রেনে উপচে পড়া যাত্রীদের ভীড়। ট্রেনের বগিতে স্থান না পেয়ে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও ট্রেনের ছাদে, ইঞ্জিনে উঠে জীবনের ঝুকি নিয়ে যাত্রা করছেন।
বাস না পাওয়ায় ট্রেনে জীবনের ঝুকি নিয়ে চলছেন যাত্রীর
শান্তিপূর্নভাবে পরিবহন ধর্মঘট চলছে। দাবী মানা না হলেও ধর্মঘট অবরোধ অব্যহত থাকবে।
পরিবহন মালিক শ্রমিকদের দাবী নিয়ে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করবে প্রশাসন এমটাই প্রত্যাশা সাধারন যাত্রীদের।