দৈনিক বার্তাঃ বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশ আমার সবচেয়ে প্রিয় দেশ। এদেশের স্মৃতি আমি কোনেদিন ভুলবো না। সুযোগ পেলে আবার এ দেশে আসার ইচ্ছা আছে।
আজ সোমবার সকালে নেত্রকোণার বিরিশিরি কালচারাল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বাংলাদেশের কমিউনিটি পুলিশের প্রশংসা করেন।
নেত্রকোণা সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে মঙ্গলবার সকাল পৌঁনে ৮টায় তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত এক বছর ধরে মজিনা বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই প্রশংসাসূচক বক্তব্য দিচ্ছেন।