1দৈনিক বার্তাঃ দেশে অস্বাভাবিক জরুরি অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিশ্বের সকল নিষ্ঠুর শাসকদের ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী বিরোধী দলের  নেতা-কর্মীদের রক্তে নিজের হাত রঞ্জিত করে অনির্বাচিতদের নিয়ে দেশ পরিচালনা করছেন।

সোমবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রুহুল কবীর রিজভী বলেন, আওয়ামী লীগ নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বিরোধী দল দমনের কাজ করে যাচ্ছে।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করা হবে। বিরোধী দলের  নেতা-কর্মীদের প্রতিটি রক্তের  ফোঁটায় হাজার হাজার জাতীয়তাবাদী শক্তির জন্ম হবে। বিরোধী দল বিনাশে সরকার নির্মম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দফতরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, বর্বরতম পরিকল্পনা ও সন্ত্রাসের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারির একতরফা  ভোটারবিহীন নির্বাচন করার পরে তারা জনগণের সকল অধিকার একে একে কেড়ে নিয়েছে।বিরোধী দলের রাজনৈতিক অধিকার গণতন্ত্রেরপ্রাণশক্তি। কিন্তু বর্তমান অবৈধ সরকার অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে বিরোধী দল বিনাশে নির্মম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উন্মুক্ত কিংবা ঘরোয়া  কোথাও সভা সমাবেশ করতে দিতে তারা আতংকগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে উঠছে। তারা একটি মনস্তাত্বিক নিরাপত্তাহীনতায় ভুগছে। এর কারণ দেশব্যাপী তাদের অপকর্ম এবং মানুষের রক্তঝরানো কর্মসূচি। তারা ঘোর দুর্দিনে  দেশকে ঠেলে দিয়েছে। এক্ষেত্রে তাদের লালিত পালিত আইন প্রয়োগকারী সংস্থার অতি সক্রিয় ভূমিকায় একটি ফ্যাসিবাদী সরকারেরই সুষ্পষ্ট চিত্র ফুটে উঠে।

দেশে এক অস্বাভাবিক জরুরি অবস্থা বিরাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, এটির সাথে বিশ্বের  কোনো দেশেরই বিভৎস নির্মম শাসনের তুলনা করা যাবেনা। বর্তমান শাসন ব্যবস্থা বিশ্বের সকল নিপীড়ক নিষ্ঠুর শাসকদের দৃষ্টান্তকে অতিক্রম করেছে। দু:শাসনের এক অন্ধকারতম সময় গ্রাস করেছে সমগ্র জনজীবনকে। বিরোধী দলগুলোর প্রতি এক জন্মান্ধ বিরোধীতা প্রধানমন্ত্রীর মাথায় চিরস্থায়ীভাবে  চেপে বসেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও সংবিধানে সভা সমাবেশ করার যে অধিকার  সেটিকে তারা রাষ্ট্রের দমন যন্ত্রকে কাজে লাগিয়ে নির্মমভাবে প্রতিহত করছে।  দেশজুড়ে গুম, খুন, অপহরণের সংস্কৃতিতে আওয়ামী লীগ দল হিসেবে একটা নির্দিষ্ট ব্র্যান্ড হয়ে উঠেছে। কদাচার, অনাচার, গুম, খুন, গুপ্তহত্যা এবং চরম দুর্নীতিতে দেশব্যাপী আর্তনাদ ও হাহাকারে তাদের মোটেও বোধোদয় হয়না। দুর্নীতি এদের সময় পাগলা  ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে।

আওয়ামী লীগ ইতিহাস থেকে কখনোই শিক্ষা  নেয়নি, বরং ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করে বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবীর রিজভী এা জানান,আগামী ২৮ মে বুধবার মুন্সীগঞ্জের লঞ্চঘাটে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রিজভী জানান,মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানিয়েছেন, এ বিষয়ে সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো জানান, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৯ মে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতিহা পাঠ করা হবে।এসময় অন্যান্যদের মধ্যে দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আসাদুল করিম শাহীন, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি উপস্থিত ছিলেন।