শেখ সাদি/দৈনিক বার্তাঃ রাজশাহী বিভাগের বাস, ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের ডাকে আজ রোববার সকাল থেকে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারনে সিরাজগঞ্জ থেকে ঢাকা সহ সারাদেশের সাথে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী।
সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনসার আলী জানান, অবৈধ ভুটভুটি চলাচল বন্ধ, ট্রাকে ওভারলোডের নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ, বিআরটিসি বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ করে ডিপো থেকে ডিপো চালানো, বঙ্গবন্ধু সেতুতে ওজন ষ্টেশনে ওভারলোডের নামে শ্রমিক হয়রানী ও চাঁদাবাজি, বর্ধিত ট্যাক্স কমানো, গত ২৬ এপ্রিল সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিকদের উপর পুলিশের গুলি বর্ষন এবং শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিভাগীয় শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে আজ রোববার থেকে ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।