দৈনিক বার্তাঃ ম্যাচ গড়াপেটা আর পাকিস্তান ক্রিকেট যেন একে অন্যের পরিপূরক ! চার বছর আগের পাকিস্তান ক্রিকেটে ম্যাচ গড়াপেটার খবর সামনে এল এখন ৷ ২০১২ সালে সংযুক্ত আরবআমিরশাহীতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহিদ আফ্রিদি এবং উমর আকমল ৷
এই খবর সামনে আসার পর নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৷ ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আফ্রিদি ও আকমল দু’জনেই ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তখনই ঘটনাটি টিম ম্যানেজমেন্টকে জানায় ৷ যদিও দু’জনকে আলাদা আলাদা করে প্রস্তাব দিয়েছিল বুকিরা ৷ উল্লেখ্য, ওয়ান ডে সিরিজ ৪-০ জিতেছিল ইংল্যান্ড ৷ ম্যাচ-ফিক্সিং করায় ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত তিন পাক ক্রিকেটার সলমন বাট, মহম্মদ আসিফ এবং মহম্মদ আমের ৷