দৈনিক বার্তাঃ বিস্ফোরক আইনে একটি মামলায় জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমা-মিজানকে ২০ বছর এবং তার স্ত্রী হালিমা বেগমকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় দেন।
বোমা-মিজানকে ময়মনসিংহের ত্রিশালে অন্য জঙ্গিদের সঙ্গে ছিনিয়ে নিয়ে যায় তার সঙ্গীরা। এরপর থেকে বোমা-মিজান পলাতক।তবে, রায় ঘোষণার সময় বোমা-মিজানের স্ত্রী হালিমাকে কারাগার থেকে আদালতে আনা হয়।
এর আগে ২০১২ সালের ৩ জুন অপর এক অস্ত্র মামলায় ঢাকার অপর এক আদালত তাদের ৩৭ বছর কারাদণ্ড দেন। তারও আগে পৃথক দু’টি মামলায় তাদের ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের বিবরনে জানা গেছে, ২০০৯ সালের ১৫ মে র্যাবের একটি দল রাজধানীর মিরপুরে বোমা-মিজান ও তার স্ত্রী হালিমার একটি ভাড়াবাসা থেকে গ্রেনেড, অস্ত্র, গুলি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।
এ ঘটনায় র্যাবের ডিএডি আবদুর রহিম বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।
একই বছরের ১৫ জুন ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১৪টি মামলা বিচারাধীন রয়েছে।