দৈনিক বার্তাঃ ব্রাজিল বিশ্বকাপের পর বুট জোড়া তুলে রাখতে পারেন স্টিভেন জেরার্ড ৷ আগামী মাসে ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা ফুটবলার ৷
বিশ্বকাপে রয় হজসনের দল গ্রুপ লিগে খেলবে ইতালি, উরুগুয়ে এবং কোস্টারিকার বিরুদ্ধে ৷ ৩৩ বছর বয়সি লিভারপুল মিডফিল্ডারের আশা ব্রাজিল বিশ্বকাপে ভাল করবে ইংল্যান্ড ৷ ১৯৬৬-র পর বিশ্বকাপ জেতেনি ইংল্যান্ড ৷ বুট জোড়া তোলা রাখার আগে দেশকে সাফল্য এনে দিতে চান জেরার্ড ৷ বিশ্বকাপই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে বলে জানান তিনি ৷ আগামী সপ্তাহে ৩৪ বছরে পা দিতে চলা জেরার্ড বলেন, ‘বিশ্বকাপের পরই অবসর নিয়ে ভাবব ৷ টুর্নামেন্টের শেষে আমি দলের ম্যানেজারের সঙ্গে এ ব্যপারে আলোচনা করব ৷ তারপরই সিদ্ধান্ত নেব ৷ তার আগে অবশ্য আমি ইংল্যান্ড ম্যানেজার রয় হজসন এবং লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রর্জার্সের সঙ্গে আলোচনা করব ৷ এছাড়াও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও আমি কথা বলব ৷’