দৈনিক বার্তাঃ দুটো বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি ৷ করেছেন মাত্র এক গোল। এহেন ফুটবলারের জন্য কেউ কি বাজি ধরবেন ? জানেন এই খেলোয়াড়ের নাম ? তাঁর নাম লিওনেল মেসি! তাই ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জিততে পারেন তিনি ৷ বাজিতে সবার আগে আর্জেন্টাইন অধিনায়ক ৷
উইলিয়াম হিলের লাস ভেগাস মেসির ওপর বাজির দর করেছে ১৫/২। দুই নম্বরে কে? ফিফার বিচারে এবারের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই নম্বের জায়গা হয়নি ৷ পর্তুগিজ মহাতারকা তিনে (১২/১)। দু’ নম্বরে নেইমার (১০/১)।
চোটআঘাতের কবলে লুইস সুয়ারেজ ৷ বাজির দরে তিনি চারে ৷ পাঁচে সের্জিও আগুয়েরো (১৬/১) ৷ ছ’ নম্বরে গনজালো হিগুয়েইন (২০/১)।
বাজির দরে মেসি এগিয়ে থাকলেও, জুয়াড়িদের তালিকায় কে এগিয়ে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কয়েকদিন পর ৷ মাঠে বল গড়ানোর পর ৷ ব্রাজিলে এবার কাপ জিততে যাচ্ছেন লিও মেসি ৷ নিন্দুকরা বলে থাকেন, বার্সেলোনার হয়ে মেসি ভয়ঙ্কর ৷ দেশের হয়ে খেলতে পারেন না তিনি ৷ এই বদনাম ঘোঁচানোই লক্ষ্য আর্জেন্টাইন মহাতারকার ৷