দৈনিক বার্তাঃ ‘দিল্লি জয়’ করে আইপিএল সেভেনে লিগ শেষ করল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব ৷ রবিবার মোহালিতে লিগের শেষ ম্যাচে দিল্লি ডেয়ারডিভিলসকে সাত উইকেটে হারায় কিংস ইলেভেন ৷ ১৪ ম্যাচে ১১টি জিতে ২২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে থেকে প্লে-অফে খেলতে নামছে পঞ্জাব ৷ মঙ্গলবার ইডেনে প্রথম প্লে -অফে প্রীতির দলের প্রতিপক্ষ শাহরুখের কেকেআর ৷
লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগেই লিগে এক নম্বর জায়গা নিশ্চিত করে ফেলেছিল প্রীতির পঞ্জাব ৷ তবুও শেষ ম্যাচে জয় দিয়েই লিগ শেষ করল কিংস ইলেভেন ৷ টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব ৷ শুরু থেকেই নিয়মিত উইকেট হারানোয় স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ দিল্লি ৷ ১৮.১ ওভারে ১১৫ রানে শেষ দিল্লি ইনিংস ৷ অধিনায়ক কেভিন পিটারসেন ছাড়া কোনও ব্যাটসম্যান কুড়ি রানে গণ্ডি ছাড়াতে পারেননি ৷ ৪১ বলে ৫৮ রান করে কেপি ৷ দ্বিতীয় সর্বোচ্চ রান দীনেশ কার্তিকের ১৩ ৷ ব্যর্থ মনোজ তিওয়ারি ৷ মাত্র ৮ রানে রান-আউট হয়ে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ পঞ্জাবের সফলতম বোলার পরবিন্দর আওয়ানা ৷ তিন ওভারে মাত্র ১৫রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন তিনি ৷
রান তাড়া করতে নেমে ১৪ ওভারে তিন উইকেট হারিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় পঞ্জাব ৷ বীরেন্দ্র সেহওয়াগ (৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (০) শুরুতেই ফিরলেও জিততে বেগ পেতে হয়নি পঞ্জাবের ৷ তৃতীয় উইকেটে মনন ভোরা ও ডেভিড মিলার ৯৬ রান যোগ করে দলকে সহজ জয় এনে দেন ৷ দু’জনেই ৪৭ রান করে করেন ৷ ম্যাচের সেরা ভোরা ৷
গতবারের মতো আইপিএল সেভেনেও হতাশ করল দিল্লি ডেয়ারডেভিল ৷ ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের হাতে কোচের দায়িত্ব দিয়েও ১৪ ম্যাচে দু’টোর বেশি জয় আসেনি ৷ ফলে লাস্টবয় হয়ে আইপিএল সেভেন থেকে বিদায় নিল ডেয়ারডেভিলস ৷
সংক্ষিপ্ত স্কোর: দিল্লি ১১৫ (পিটারসেন ৫৮, আওয়ানা ২-১৫)
পঞ্জাব ১৩.৫ ওভারে ১১৯-৩ (ভোরা ৪৭, মিলার ৪৭)
সাত উইকেটেজয়ী পঞ্জাব ৷ ম্যাচের সেরা ভোরা