Paoli-1দৈনিক বার্তাঃ শহরে রিমঝিম বৃষ্টি৷ কিন্তু এই ক’দিন আগেই ৪২ ডিগ্রি গরমে শহরের গায়ে লেগেছিল আগুনের হলকা৷ সেই হলকার গরম আঁচকে সঙ্গে নিয়েই কলকাতায় সিনেমার শ্যুটিংয়ে মেতে উঠলেন বলিউডের প্রতীক বব্বর ও টলিউডের পাওলি দাম৷ সঙ্গে অবশ্য ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তও৷ ছবির নাম ‘অরণী তখন’৷ পরিচালক সৌরভ চক্রবর্তী৷  ৯২ সালের বাবরি মজসিদ ও গুজরাটের দাঙ্গাকে প্রেক্ষাপট করে এক ভালবাসার গল্প বলবে এই ছবি৷ কলকাতায় শ্যুটিংয়ের পর গোটা টিম নিয়ে গুজরাটের কিছু জায়গায় শ্যুটিং হবে ‘অরণী তখন’-এর ৷ কলকাতার শ্যুটিং ফ্লোরে আপাতত, শ্যুটিংয়ে ব্যস্ত পাওলি, প্রতীক ও ইন্দ্রনীল৷ ছবিতে প্রেম করতে দেখা যাবে পাওলি-প্রতীককে৷ পরিচালক সৌরভ জানিয়েছেন, ‘প্রতীক খুব ভাল অভিনেতা৷ সবচেয়ে বড় ওঁর মধ্যে লুকিয়ে রয়েছে এক পরিচালকও৷ প্রত্যেক দৃশ্যের আগে যে ভাবে গোটা দৃশ্য আলোচনা করছে প্রতীক৷ তা ভাল অভিনেতার গুনকেই প্রকাশ করে৷

Paoli-prateek-1
শ্যুটিং ফ্লোরে পাওলি-প্রতীক
Paoli-prateek
শ্যুটিং ফ্লোরে পাওলি, প্রতীক, ইন্দ্রনীল