2দৈনিক বার্তাঃপাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। নরেন্দ্র মোদি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশের এ নেতাকে আমন্ত্রণ জানান। প্রতিবেশী দেশের সঙ্গে অস্বস্তিকর সম্পর্কের উন্নতি ঘটাতে নওয়াজ এ সাহসী কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন।সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর অন্যান্য সরকার প্রধানদের মতো চলতি সপ্তাহে ভারত এ শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও আমন্ত্রণ জানায়।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র এএফপিকে টেলিফোনে বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারত সফর করে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
নরেন্দ্র মোদির ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি’র বিপুল বিজয়ের ১০ দিন পর সোমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

ভারতের সাধারণ নির্বাচনে বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোন দল একক সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।মধ্য-ডানপন্থী নেতা নওয়াজ মোদির এ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা পরমাণু শক্তিধর প্রতিদেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক জোরদার করতে পারবেন বলে অনেক কূটনীতিক আশা করছেন।

এদিকে, ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ব্যাপক ও নজিরবিহীন আয়োজন করা হচ্ছে।আগামি ২৬ মে সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনের আঙ্গিনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।সার্ক দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানগণসহ প্রায় চার হাজার অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে এই প্রথমবারের মতো সার্ক দেশসমূহের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানায়, আট দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে সাত দেশ অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করবেন।অনুষ্ঠানের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেনÑ চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার অমিতাভ বচ্চন, রজনীকান্ত, সালমান খান ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মুাঙ্গেশকার প্রমুখ।ভাদোদরা আসনে মোদির মনোনয়নের প্রস্তাবক চা-বিক্রেতা কিরণ মাহিদাও রয়েছেন আমন্ত্রিত অতিথি তালিকায়।মোদির পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ বেষ্টনীর মধ্যে বসবেন। এরাও আমন্ত্রিত অতিথিদের তালিকাভুক্ত।লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এদের সংখ্যা ৭৭৭। এদের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।