1দৈনিক বার্তাঃ ফুটবল ভক্তদের জন্য বিশ্বকাপ শেষ ধাপের টিকিট ছাড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা। আগামী ১ জুন দর্শকদের জন্য শেষ ধাপের টিকিট বাজারে ছাড়বে তারা।শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফিফার বিপণন পরিচালক থিয়েরি ওয়েইল বলেন, শেষ ধাপের এই টিকিট ভেন্যুগুলোর টিকেটিং কেন্দ্রে পাওয়া যাবে।

তিনি বলেন, ‘আগে বিক্রিত টিকিটের অনুপাতে সাত শতাংশ টিকিট বিক্রির অপেক্ষায় রয়েছে। এখন কতগুলো টিকিট বিক্রি হয় সেটি দেখার অপেক্ষায় আছি আমরা। এ সময় কালোবাজারীদের ব্যাপারে ফিফার পক্ষ থেকে তিনি দর্শকদের সতর্কও করে দেন। এর আগে ফিফা ঘোষণা করেছিল, কেউ যদি অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে টিকিট ক্রয় করেন তাহলে তাকে মাঠে ঢুকতে দেয়া হবে না।

ওয়েইল বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকাপ টিকিট বিক্রির ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। এখনো আমার উপদেশ হচ্ছে কেউ অহেতুক কোন ঝুঁকি নেবেন না। পরিচয়হীন কারো কাছ থেকে কোন টিকিট কিনবেন না। আমাদের হাতে যদি ধরা পড়েন তাহলে খেলা দেখতে পারবেন না। আমরা তাকে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে দেবো না।