দৈনিক বার্তাঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর ৯এস এর হযরত শাহ-আরেফিন মোকাম এলাকায় এ বৈঠক চলে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।
অপরদিকে ভারতের পক্ষে শিলং-৭৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার প্রাউইন কুমার নেতৃত্ব দেন। এছাড়া উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ কামরুজ্জামান, টেকেরঘাট বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম ও ভারতের পক্ষে বিভিন্ন পদাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদেশের আন্তরিকতা বৃদ্বির লক্ষ্যে একটি সৌহাদ্যপূর্ণ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকা মাদকমুক্ত,নারী-শিশু পাচার, চোরাচালান প্রতিরোধসহ যে কোন ধরণের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।