11দৈনিক বার্তাঃ ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সরকার প্রধান হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন। ঢাকায় এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বহুল প্রতীক্ষিত তিস্তা পানি-বন্টন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন রেডিফ ডট কম। ইস্যুটি নিয়ে মোদির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিস্তা ইস্যুটি তাদের আলোচনার উল্লেখযোগ্য অংশগুলোর একটি ছিল বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করতে মোদি ‘দৃঢ় ও অর্থবহ পদক্ষেপ’ নেবেন বলে হাসিনাকে আশ্বস্ত করেছেন বলেও তাতে উল্লেখ করা হয়।