দৈনিক বার্তাঃ তার পরিবারকে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবার বলা হয়-নয় পুত্র, সাত কন্যা। কিন্তু এতটুকুতেই থামতে নারাজ তিনি। এখন অপেক্ষায় আছেন ১৭তম সন্তানের। অবাক হওয়ার মতো ঘটনা এখানেও ঘটেছে। সিউ রাডফোর্ড নামের ওই মহিলা এমন একটা সময়ে গর্ভবতী হয়েছেন, যখন তার বড় মেয়ে সোপিও গর্ভবতী।
৩৯ বছর বয়সী সিউ ১৭তম বারের মতো গর্ভবতী হন চলতি বছরের মার্চ মাসে। আর মাত্র পাঁচ সপ্তা আগে তার ২০ বছর বয়সী মেয়ে অনুভব করেন তারও গর্ভে এসেছে নতুন অতিথি।
এদিকে মা ও মেয়ে প্রায় একই সঙ্গে গর্ভবতী হওয়ায় দুজনই সন্তোষ প্রকাশ করেছেন। মেয়ে সিউ বলেন, ‘খুব ভালো লাগছে। আমরা একই সঙ্গে সুখবরটি পেয়েছি। মা আমার সঙ্গে তার অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিচ্ছেন।’
গতকাল ব্রিটেনের একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে মা ও মেয়ে এসব কথা বলেন।
১৭তে থামবেন, নাকি আরও সম্ভাবনা আছে? জানতে চাইলে মজা করে সিউ বলেন, ‘আমি সবসময় বলি এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে মনে হয় এবারই শেষ।’