11দৈনিক বার্তাঃ এবারের আইপিএলে অপ্রতিরোধ্য কিংস ইলেভেন পাঞ্জাব। চার ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফেলেছে তারা। সোমবার তারা চার উইকেটে দিল্লিকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে। প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে ১৬৪ রান তুলে দিল্লি। জবাবে দুই বল বাকি থাকতে ১৬৫ রান তুলে ফেলে পাঞ্জাব। এ নিয়ে ১১ ম্যাচে ৯টিতে জয় পেল প্রীতি জিনতার দল। আর টানা সাত ম্যাচ হারল দিল্লি। লিগ তালিকায় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে পাঞ্জাব। ১২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান তলানিতে। ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে কেভিন পিটারসনের সঙ্গে ৪৮ বলে ৭১ রানের জুটি গড়ে দিল্লিকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন দীনেশ কার্তিক। পিটারসেনের ৩২ বলে সাজানো ৪৯ রানের ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার। কার্তিক করেন ৪৪ বলে সর্বোচ্চ ৬৯ রান। সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। 12জবাবে পাঞ্জাবকে দুর্দান্ত সূচনা এনে দেন মানান বোহরা ও বিরেন্দর সেওয়াগ। ৬.২ ওভারে ৬৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। তবে চমৎকার সূচনার পরও জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাঞ্জাবকে।