দৈনিক বার্তাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকের চাপায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. সালামত (৪৫)। বাড়ি টাঙ্গাইল। তিনি গাজীপুর ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আটক হওয়া ট্রাকচালকের নাম আবদুস সামাদ (৫০)। তাঁকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর মাতব্বর জানান, চন্দ্রার ত্রিমোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন সালামত। সকাল সোয়া সাতটার দিকে টাঙ্গাইলগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।