1দৈনিক বার্তাঃ কক্সবাজারের রামু উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নার্গিস আক্তার (৯) ও আনিসা আক্তার (৭) নামে ২ বোনের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামু উপজেলার বান্দরজ্যারকোম এলাকা সংলগ্ন বাঁকখালী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা লাশ দুটি উদ্ধার করেন।
নার্গিস ও আনিসা রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ার মাওলানা এনাম উল্লাহর মেয়ে। নার্গিস আক্তার স্থানীয় জামেয়াতুল ছালিহা বালিকা মাদ্রাসার চতুর্থ ও আনিসা আক্তার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
জানা যায়, বুধবার দুপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে দুই বোন নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন বৃহস্পতিবার সকালে তাদের লাশ ২টি উদ্ধার করা হয়।