2
সোনালি চুলে বিপাশা বসু

3দৈনিক বার্তাঃ  একটা সময় ছিল যখন নারী মানেই সুন্দর কালো ঘন কোমর অবধি চুল৷ তবে সে সময় বহুদিন আগেই পার করে এসেছেন বিশ্ব পুরুষদের কল্পনার নায়িকারা৷ হলিউডি নায়িকারা তো জন্ম থেকে সোনালি, তবে বলিউডি নায়িকারও নিজেদের ঘোষে, মেজে সোনালি পরত নিতে ব্যস্ত৷ আর এই তালিকায় এবার নতুন নাম বঙ্গললনা বিপাশা বসুর৷ গপ্পোটা হল,নতুন প্রেমের পর থেকেই বয়ফ্রেন্ড হরমান বাওয়েজাকে খুশি করার জন্য নানারকম ফন্দি এঁটে চলেছেন বিপাশা বসু৷ আর এবার বলিউডের এই ডার্চ বিউটি নিজেরে মেকওভার সারলেন চুলে সোনালি রং করে৷ এমনকি সোনালি বেশের নতুন বিপাশাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন ট্যুইটারের মধ্যে দিয়ে৷

২০ জুন মুক্তি পেতে চলেছে বিপাশা অভিনিত ‘হামশকলস’ ছবি৷ ছবিতে বিপাশার সঙ্গে দেখা যাবে সইফ আলি খান, রীতেশ দেশমুখ ও এষা গুপ্তাকে৷ কমেডি ঘারানার এই ছবিই বিপাশার এই বছরের প্রথম রিলিজ৷