দৈনিক বার্তাঃ সাকিবকে পিঠে তুলে নাচতে চান শাহরুখ খান। মঙ্গলবার রাতে ব্যাট হাতে ঝলসে উঠে সাকিব আল-হাসান কোলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে জিতিয়ে দেওয়ার পর সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন বলিউড ব্লক বাস্টার শাহরুখ। কেকেআর তারই দল।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যখন সাকিব-রবিন-গাম্ভির-মানীষরা হাত খুলে একেকটি বল তুলো ধুনো করছিলেন তখন আনন্দে ফেটে পরছিলো দর্শক। আনন্দে ভাসছিলেন শাহরুখ খানও।
খেলার পর শাহরুখ খান তার প্রকাশ ঘটান টুইট করে। তিনি লেখেন- কেউ আমাকে থামাও!!!! রবিণ তুমি দারুণ, গাউতি তোমার হাসিটি সবার সেরা। মানীষ মাই বয় আর সাকিব আমি তোমাকে পিঠে তুলে নিতে চাই।
এই ম্যাচে ২১ বলে ৪৬ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন সাকিব আল হাসান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ১২ বল বাকি থাকতেই দলকে জয়ের দ্বারে পৌঁছে দেন তিনি।