দৈনিক বার্তাঃ ৩৭৭ ধারা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে সমকামীদের পাশে দাঁড়িয়েছিলেন সোনম কাপুর৷ প্রথম থেকেই বাচনভঙ্গীতে সোজাসাপটা ও বলিউডের নাক উঁচু নায়িকাদের দলে প্রথমেই এখন তাঁর নাম৷ তাই তো কখনও ফ্যাশন ডিভা তো কখনও সোশ্যাল অক্টিভিটস নামেই নিজেকে পরিচয় দিতে ভালবাসেন সোনম৷ আর এবার বলিউডকে আরও প্রাপ্ত বয়স্ক হওয়ার সাজেশন দিতে চান অনিল কন্যা৷ এ ব্যাপারে সোনম বেছে নিয়েছেন সমকামী চরিত্রই৷
আপাতত, কান চলচ্চিত্র উৎসবে সোনমের দিকে গোটা বিশ্বের নজর৷ বলিউডের স্টাইলকে তিনি ইতিমধ্যেই ফ্রান্সে করে তুলেছেন জনপ্রিয়৷ এই উৎসবেই ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ দেখেন সোনম৷ সোনম জানিয়েছেন, বলিউডেও হওয়া উচিত এরকম ধরণের ছবি৷ আর সেই ছবিতে অভিনয় করতে কোনও আপত্তি নেই সোনম কাপুরের৷