11
ফ্রান্সের ৬৭তম কান চলচ্চিত্র উত্সবে মঙ্গলবার ছবি তোলার জন্য বিশেষ ভঙ্গিমায় বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপি

দৈনিক বার্তাঃ শেষেমেশ দেখা গেল কানে৷ তবে কানের লাল কার্পেটে সবার চোখ আটকে গেল ঐশ্বর্যের সুন্দর মুখেই৷ ক্যামেরা চোখে ধরা পড়ল সোনালি বেশের বিশ্ব সুন্দরী৷ এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমেই পৌঁছে গিয়েছিল সোনম কাপুর ও মল্লিকা শেরাওয়াত৷ তবে  বিশ্বের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সেলেবদের চমকে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল বলিউড৷ রবিবার সোনম কিছুটা হলেও সামলে নিয়েছিলেন বলিউডের মান৷ তবে মঙ্গলবার জুনিয়ার বচ্চন ঘরণী ঐশ্বর্য রাই বচ্চন লাল কার্পেটে পা রাখতেই গোটা ফ্রান্সের নজর ঐশ্বর্যের রূপে৷ ছিপছিপে শরীরে, এখন তিনি তন্বী৷ দেখে বোঝা মুশকিল তিনি আরাধ্যর মা৷ মৎস কন্যার আদবে ইভিনিং অফ শোল্ডার গোল্ডেন গাউনে ঐশ্বর্য মায়াবী রূপ আপাতত কানের সবচেয়ে আলোচিত বিষয়৷ ঐশ্বর্য পোশাকটি ডিজাইন করেছেন রর্বাটো কাভেলি৷ 7 9                                                                       11 12 13 14 15                                                                       8