3দৈনিক বার্তাঃ বউ কিরণ খের বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হলেন চণ্ডীগড় থেকে৷ আর এদিকে বর অনুপম খের মোদির ভাষণ শুনে একেবারেই অন্ধ ভক্ত হয়ে মোদির কাছে পৌঁছে গেলেন গুজরাট ভবনে৷ খবরটা হল, গোটা দেশে মোদি ম্যাজিকের পর থেকেই দেশের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির ফ্যান অনুপম৷ অনুপমের কথায়, দেশের প্রতি প্রেম, উজ্জ্বল ব্যক্তিত্বই তাঁকে আর্কষণ করেছে মোদির প্রতি৷ তাই দেরি না করে সোমবারই মোদির সঙ্গে গুজরাট ভবনে দেখা করে আলাপচারিতায় মেতে উঠলেন অনুপম৷ খুশি হয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে আপলোডও করে ফেললেন মোদি ও নিজের ছবি৷ বলিউডের জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে আলাপ করতে পেরে খুশি নরেন্দ্র মোদিও৷ জানা গিয়েছে, মোদি ভারতীয় চলচ্চিত্র ও সেন্সর বোর্ড নিয়েও আলোচনা করেছেন অনুপমের সঙ্গে৷