1দৈনিক বার্তাঃ টাকা তছরুপের মামলায় দোষী সাব্যস্ত করে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালাত৷ মুবারকের দুই ছেলে গামাল ও আলাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়াও ২১.১ মিলিয়ন মিশরীয় ডলার জরিমানাও করা হয়েছে তাদের৷ পাশাপাশি সরকারি টাকা তছরুপের জন্য ১২৫ মিলিয়ন মিশরীয় ডলার জমা করারও নির্দেশ দিয়েছেন বিচারক৷ মিশরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন সংস্কারের জন্য রাখা অর্থ ব্যক্তিগত বাসভবন তৈরির কাজে ব্যবহার করার অভিযোগ ছিল মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই ছেলের বিরুদ্ধে৷ এদিন ওই মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন বিচারক৷