1দৈনিক বার্তাঃ করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অফ ইয়ার’ থেকেই আলাপ৷তারপর থেকেই জমে ওঠে বন্ধুত্ব৷ সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় ভালাবাসর৷ তারপর? তারপর আর কি ফের এক ছবিতে জুটি বেঁধে জমিয়ে অভিনয় করা৷ ছবির নাম ‘হাম্টি শর্মা কি দুলহানিয়া’৷ আর এই ছবিতেই আলিয়া ঝটপট বিয়ে করে ফেলবে হাম্টি ওরফে বরুণ ধাওয়ানকে৷

ছবিটি পরিচালনা করছেন পরিচালক শশাঙ্ক খৈতান৷ তাঁর কথায়, ‘হাম্টি ছবিটি একেবারেই রোম্যান্টিক কমেডি৷ যার মধ্যে রয়েছে মিষ্টি প্রেমের গল্পও৷’ ছবিটি মুক্তি পেতে পারে ১১ জুলাই৷ তবে তার আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক ও টিজার৷