দৈনিক বার্তাঃ এবারের বিশ্বকাপই শেষ ফ্র্যাঙ্ক রিবেরির ৷ তবে ইউরো ২০১৬-র জন্য দরজা খোলা রাখবেন ফরাসি এই তারকা ৷ ২০০৬ বিশ্বকাপে আত্মপ্রকাশ ঘটে ৩১ বছরের রিবেরির ৷ আরটিএল রেডিওতে রিবেরি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ ৷’
এবার ব্রাজিলে ফ্রান্সের সম্ভাবনা ভাল ৷ এমন কথাই বলেছেন কিংবদন্তি জিনেদিন জিদান ৷ রিবেরি বলেন, ‘আমরা ওখানে যাচ্ছি কিছু অ্যাচিভ করার জন্য ৷বিশ্বকাপ জিততে চাই ৷’ ২০০৬ বিশ্বকাপে রিবেরি নিজের জাত চিনিয়েছিলেন ৷ তবে সেই বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে জিদান অন্য অবতারে ধরা দেন ৷ একাই ব্রাজিলকে ভেঙে দেন তিনি ৷ যদিও ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে সেবার হেরে যায় ফ্রান্স ৷ জার্মানি বিশ্বকাপে ফ্রান্সকে উজ্জ্বল দেখালেও, চার বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অন্য ছবি দেখা যায় ৷ প্রথম রাউন্ড থেকেই সেবার ছিটকে যায় ফ্রান্স ৷ ট্রেনিং সেশনে কোচের কথা অমান্য করেন তিনি ৷ অনুশীলনেও নামেননি রিবেরি ৷ তা নিয়ে কম জলঘোলা হয়নি সেবার ৷
প্যারিসের অদূরে ফরাসি শিবিরে যোগ দেন রিবেরি ৷ বায়ার্ন মিউনিখের হয়ে রিবেরি জার্মান কাপ ও লিগ জিতেছেন ৷ দিদিয়ের দেশঁর নেতৃত্বে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স ৷ এবার জিদান কিন্তু তাঁর অধিনায়ককে ভরসা করছেন ৷ আশা রাখছেন ফ্রান্স এবার ভাল করবে ব্রাজিলে ৷ ১৫ জুন অবিযান শুরু করছে ফ্রান্স ৷