দৈনিক বার্তাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একগুঁয়েমির কারণে তিস্তা চুক্তি হয়নি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, ভারতের নতুন সরকার গঠিত হয়েছে। এ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান হবে।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে দুপুর ১২টার দিকে সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেক, এ কে ফজলুল হক, ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রমেশ চন্দ্র সেন বলেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের নতুন সরকারের সঙ্গে আলোচনা হবে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই বেশি কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিলে পানি সম্পদ মন্ত্রণালয় বাকি কাজ সম্পন্ন করবে। তিনি বলেন, বৈঠকে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। নদী ড্রেজিংয়ের জন্য ১১টি ড্রেজার ক্রয়ের কথা ছিল। গত পাঁচ বছরে চারটি এসেছে, দুটি খুব শিগগিরই আসছে। এসব ড্রেজার একযোগে কাজে লাগাতে পারলে নদীর নাব্যতা নিয়ে কোনো কথা থাকবে না।
সভাপতি জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার পদ্ধতি ইটেন্ডারের মাধ্যমে করা হচ্ছে। জালিয়াতি ও দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ইটেন্ডার পদ্ধতি চালু করা হয়েছে। সরকারের গত মেয়াদে ৬০ শতাংশ টেন্ডারই ইটেন্ডার ছিল। বাকি ৪০ শতাংশ এখনো হয়নি। সরকারের এই মেয়াদে এখন পর্যন্ত এ মন্ত্রণালয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি বলেও তিনি জানান।
কমিটি সূত্র জানায়, বৈঠকে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) মুহুরী প্রকল্প, স্বচ্ছ দরপত্র আহ্বানের জন্য নেওয়া পদক্ষেপ, সীমান্ত নদী সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ এবং পানি ভবন নির্মাণের বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরীখে সঠিকভাবে নির্বাহ করা এবং ঠিকাদার প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে পারে তার জন্য তাদের বকেয়া পাওনা পরিশোধ করার তাগিদ দিয়েছে কমিটি। এ ছাড়া আইলাকবলিত লবণাক্ত এলাকা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে চলমান প্রকল্পগুলোকে বিশেষ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।