3দৈনিক বার্তাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে৷ বুধবার বিজেপি সূত্রে এই খবর মিলেছে৷ পাক প্রধানমন্ত্রী ছাড়াও নমোর শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে চলেছেন সার্কের সদস্য দেশগুলির রাষ্ট্র প্রধানরা৷ তবে দলের পক্ষ থেকে নয়, সোমবার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ যাচ্ছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে৷ বিজেপির পক্ষ থেকে নির্দেশ পেয়ে ইতিমধ্যেই আমন্ত্রিতদের তালিকা তৈরি করে ফেলেছেন বিদেশ সচিব সুজাতা সিং৷ এদিন সন্ধের মধ্যে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ সোমবার সন্ধ্যে ৬টায় রাষ্ট্রপতি ভবনের সামনে শপথ নেবেন নরেন্দ্র মোদী৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে তিন হাজার মানুষ যোগ দেবেন বলে মঙ্গলবার জানিয়েছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণের বিষয় নিয়ে আলোচনা সেরেছেন মোদী৷