দৈনিক বার্তাঃ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় তিন কন্যা সন্তানের জম্ম দিয়েছেন এক মা। মঙ্গলবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে তেতুলিয়া সদর হাসপাতালে নবজাতকদের দেখার জন্য হাজার হাজার মানুষ ভীড় করে। দর্শনার্থীদের অনেকে নবজাতকদের বিভিন্ন নামও দিয়েছে । তবে একজনের দেওয়া জুই, জবা, জুতি নামগুলো পছন্দ হয়েছে মায়ের।
জানা যায়, গত রবিবার সন্ধায় উপজেলার ভুগরী ভিটা গ্রামের মাহালমের স্ত্রী মর্জিনা খাতুন (২৭) তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় মর্জিনার গর্ভে দুইটি সন্তান। কিন্তু মঙ্গলবার সন্ধায় তিনি তিনটি সন্তান প্রসব করেন। দায়িত্বরত ডা. পিতাম্বর রায় জানান সন্ধ্যা সাতটায় কয়েক মিনিটের ব্যবধানে শিশু তিনটি স্বাভাবিকভাবেই জন্ম নেয়। তিনি জানান, শিশু তিনটি সুস্থ আছে।