দৈনিক বার্তাঃ নতুন জামা কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে গোলাপী (১৩) নামের এক আদিবাসী কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ইউনিয়নের মাড়মি আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। মৃত কিশোরী মাড়মি আদিবাসী পল্লীর কাবরেল বিশ্বাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাপীর বাবা কাবরেল বিশ্বাস শারীরিক প্রতিবন্ধী। তারা ৯ ভাই-বোন। মায়ের উপার্জনে তাদের সংসার চলে। ফলে সংসারে নিত্য অভাব লেগে থাকায় গত বছর গোলাপীর লেখাপড়া বন্ধ হয়ে যায়।
গোলাপীর মা তনিলা বিশ্বাস জানান, পরনের জামা ছিড়ে যাওয়ায় গোলাপী মঙ্গলবার তার কাছে একটি নতুন জামার বায়না ধরে। কিন্তু নতুন জামা দেওয়ার সামর্থ্য না থাকায় তিনি জামা কিনে দেওয়া হবে না বলে জানান। এতে অভিমান করে গোলাপী বিষপান করে আত্মহত্যা করে।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।