দৈনিক বার্তাঃ বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিনটনের তারকা৷ অন্যদিকে প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুরের প্রিয় খেলা ফুটবল৷ ফুটবল না খেললেও, দীপিকা নিজেও একসময় বাবার মত খেলতেন ব্যাডমিনটন৷ তবে খেলা বিষয়টা বরাবরই প্রিয় দীপিকার কাছে, তা রিয়েল গেম হোক বা প্রেম প্রেম খেলা৷ কিন্তু প্রেমের ব্যাপারে আপাতত, ফুলস্টপ দীপিকার৷ কারণ ২৪ মে শনিবার পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইউইএফএ-র বিশেষ অতিথি হিসেবে পর্তুগাল উড়ে যাচ্ছেন দীপিকা৷ দীপিকা জানিয়েছেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি৷ ইউরোপের দুটো সেরা টিমের খেলা দেখব আমি৷ রিয়্যাল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখা নিয়ে আমি খুব উৎসাহি৷’
পর্তুগাল থেকে ফিরেই এক মাসের ছুটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন দীপিকা৷ জানা গিয়েছে, শ্যুটিংয়ের চাপ থেকে হালকা হতেই পরিবারের সঙ্গে ছুটি কাটাবেন দীপিকা পাড়ুকোন৷ সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েও পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছেন রণবীর সিং ও দীপিকা৷