3দৈনিক বার্তাঃ চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার এক সাংবাদিক সদরুল আলম নিপুলের (৪০) ক্ষত-বিক্ষত লাশ মোমিনপুর রেলস্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সকাল ৯টার দিকে জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে। নিপুল নীলমনিগঞ্জ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
নিহতের ছোট ভাই মো. লিপন জানান, রাত ১টার দিকে সদরুল আলম নিপুল বাড়ি থেকে বাইরে যান। এরপর আর বাড়ি ফিরেননি। সকালে খবর পেয়ে মোমিনপুর রেলস্টেশন থেকে পুলিশ নিপুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এএসআই খোরশেদ আলম জানান, নিহতের প্রকৃত ঘটনা উৎঘাটনের চেষ্টা চলছে। এদিকে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের মামলা দায়েরের আগেই মোমিনপুর রেলস্টেশনের মাস্টার নজরুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়ার পোড়াদহ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পুলিশও মামলাটি নিয়েছে। একটি খুনের ঘটনার পর তড়িগড়ি করে পরিবারের আগে এ মামলা দায়ের করা হলো এনিয়ে অনেকে নানা প্রশ্ন তুলেছেন।