SAM_1270মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তাঃগাজীপুরের কালিয়াকৈরে বুধবার রংপুরগামী ’রংপুর এক্সপ্রেস ট্রেনের’ বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রেল রুটে প্রায় সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে বিকেলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় প্রচন্ড গরমে হাজার হাজার ট্রেন যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার জানান, বুধবার সকাল সোয়া ১১টার  দিকে মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি পৌঁছলে রেল পথের ইকোলাইজিং রিং ভেঙ্গে যায়। পরে ট্রেনটি স্টেশনের দিকে নিতে গিয়ে ট্রেনটির একটি বগি চারটি চাকা লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এতে গাজীপুর-রাজশাহী-দিনাজপুর-রংপুর রুটে উত্তর বঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দূর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেস ট্রেনের ইলেক্ট্রিশিয়ান জামাল মোল্লা জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেল ক্রসিং-এর পাশে পৌছলে সকাল সোয়া ১১টার দিকে ১৫টি বগির মধ্যে ১১নং বগির থেকে বিকট শব্দে ১২ নং বগিসহ ৪টি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বগির চাকার পাত্তি ভেঙে যায়। এসময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। পরে ট্রেনটি থামিয়ে পরে জিআই তার দিয়ে মূল ট্রেনের সঙ্গে বগি গুলো বেঁধে আবার গন্তব্যে দিকে রওনা হলে পূন:রায় জিআই তার ছিড়ে যায়। ঘটনার ৩ ঘন্টা পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে ট্রেনটি নিকটবর্তী মৌচাক রেল ষ্টেশনে ফিরিয়ে আনার চেষ্টা করে। ট্রেনটি পেছনে আনার সময় সফিপুর-মাঝুখান আঞ্চলিক সড়কে উপর পৌছলে ঝাকুনি দিয়ে ট্রেনের ১১ নং বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। এঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২ টার দিকে কমলাপুর থেকে উত্তরবঙ্গগামী অপর ট্রেন নীলসাগর এক্সপ্রেস মৌচাক রেল ষ্টেশনে এসে পৌছলে ওই ট্রেনের ইঞ্চিনের সাহায্যে রংপুর এক্সপ্রেস ট্রেনের আলাদা হয়ে যাওয়া ৪ টি বগি পিছন থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়। লাইন চ্যুত ১১ নং বগিটি উদ্ধার করে লাইনে বসিয়ে বিকেল পৌনে ৪ টার দিকে ১১টি বগি নিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনার সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-রাজশাহী রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


বাংলাদেশ রেলওয়ের সহকারি পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ট্রেনটি মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছলে এর  ইকোলাইজিং রিং ভেঙ্গে যায়। পরে ট্রেনটি স্টেশনের  দিকে  পেছনে নেয়ার সময় সকাল সোয়া ১১টার দিকে একটি বগির চারটি চাকাই লাইনচ্যুত হয়ে বগিটি কাত হয়ে পড়ে।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার জানান, ওই দুর্ঘটনার ফলে মৌচাক স্টেশনে নীলফামরীগামী নীলসাগর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি, টাঙ্গাইল স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি এবং চাঁপাই নবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব ঘটে। বিকেল পৌণে চারটার দিকে উদ্ধারকাজ শেষ এবং ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।