6দৈনিক বার্তাঃ ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন  যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।  বুধবার একরামুলের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিন দফা জানাজা  শেষে ফেনীর ফুলগাজী উপজেলা  চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে  ফেনীর মিজান ময়দানে প্রথম জানাজা, ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে বেলা ১০টায় দ্বিতীয় জানাজা এবং দুপুর ১১টার দিকে বন্দুরা  দৌলুতপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, ২-আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ৩-আসনের সংসদ সদস্য হাজী রহিমুল্লা, পৌর মেয়র হাজী আলাউদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান লিটনসহ হাজারো মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, মঙ্গলবার  বেলা  পৌনে ১১টার দিকে একরামুল হক  ফেনী শহরের বাসা  থেকে নিজ গাড়িতে করে ফুলগাজী যাচ্ছিলেন। একাডেমি  রোডের স্টেডিয়াম ও বিলাসী সিনেমা হলের মাঝামাঝি পৌঁছার পর ১০-১২ জন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপরই তারা গাড়িতে আগুন ধরিয়ে  দেয়। এতে গুলিবিদ্ধ ও দগ্ধ হয়ে একরামুল হক ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন গাড়ির চালকসহ অপর চারজন।

মন্ত্রী বলেন,এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।৭১ সালেও একজন জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি। খুনি যেই হোক তাকে ছাড়া হবে না। এ মুহূর্তে কারো ওপর দায় চাপাতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, অশান্ত  থেকে ফেনী এক সময় শান্ত হয়েছিল। কিন্তু এখন আবার ফেনীকে অশান্ত করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বালিয়ে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি একরামুলের পরিবার ও ফেনীবাসীর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন,প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড এবং ফেনীর একরামুল চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।

বিএনপি  নেতা মির্জা ফখরুলের নাম উল্লেখ না করলেও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। ২১ আগস্ট  গ্রেনেড হামলার পরও বিএনপি  নেতৃবৃন্দ অনেক আজগুবি কথা বলেছিলেন। তদন্তে সব বেরিয়ে এসেছে।  ফেনীতেও তদন্তে প্রকৃত খুনিদের শনাক্ত করা কঠিন হবে না।