দৈনিক বার্তাঃ বিধ্বংসী অগ্নি-কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমেঠির গ্রামে গিয়ে সেখানকার মানুষের দেখা করলেন রাহুল-প্রিয়াঙ্কা৷অগ্নিকাণ্ডের ৬৫ ঘণ্টা পর আমেঠিতে যান তাঁরা৷ আমেঠি জয়ের পর এটা তাঁদের প্রথম উত্তরপ্রদেশ সফরও বটে৷প্রাক-নির্বাচনী যুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, ভোটের পর আর আমেঠিতে দেখা মেলেনা যুবরাজের৷ উন্নয়নের প্রশ্নেও পিছিয়ে রয়েছে রাহুলের কেন্দ্র৷ এই অভিযোগ খণ্ডন করতে রাহুলের এদিনের আমেঠি সফর নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷
ভোটের আগে দাদার হয়ে আমেঠি কেন্দ্রে অবিরাম প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা বঢ়ড়া৷অগ্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করার পাশাপাশি কংগ্রেসকে সমর্থনের জন্য এখানকার মানুষকে ধন্যবাদ জানাতে তাই দাদার সঙ্গে আমেঠিতে চলে আসেন তিনিও৷প্রবল লড়াইয়ের পর বিজেপি-আপকে হারিয়ে রাহুলের বিজয় রথ অক্ষুণ্ণ থাকলেও, জয়ের ব্যবধান কিন্তু অনেকটাই কমে গিয়েছে৷ আমেঠির মাঠে এবার তাঁকে কড়া টক্কর দিয়েছেন স্মৃতি ইরানি ও কুমার বিশ্বাস৷রাহুলের দূর্গ রক্ষা হলেও, লোকসভা ভোটে চরম ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ ভারতের এই ঐতিহাসিক দলের আসন নেমে গিয়েছে ৪৪-এ৷ যার জেরে বিরোধীর তকমাও হারিয়েছে তারা৷