1দৈনিক বার্তাঃ  গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপি নেতা নীতিন গড়করির দায়ের করা মানহানির মামলায় জামিন বন্ড বাবদ ১০ হাজার টাকা না দেওয়ায় গ্রেফতার করা হয় আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে৷ তাঁকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পাটিয়ালা কোর্টের বিচারক৷ নীতিন গড়করিকে দুর্নীতিগ্রস্ত বলে অবিহিত করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এরপরই তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিজেপি সভাপতি৷ এদিন ওই মামলার শুনানিতে বিচারক৷ কেজরি তাঁকে জানান, শর্তাধীন জামিন তিনি চান না৷ আপ প্রধান বলেন, এটি একটি রাজনৈতিক মামলা৷ আমি জেলে যেতে প্রস্তুত৷ এরপরই কেজরিকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ তাঁকে শুক্রবার পর্যন্ত তাঁকে তিহার জেলে রাখা হবে বলে জানা গিয়েছে৷