2দৈনিক বার্তা : সেনা-জঙ্গি সংঘর্ষে শিলংয়ে নিহত পাঁচ আলফা৷ এনকাউন্টার স্থল থেকে তিনটি একে রাইফেল, একটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১০৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ এদিনের এই অপারেশনের পর মেঘালয়ে সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করা সম্ভব হল বলে দাবি পুলিশের৷
মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে ইস্ট গারো হিলের চিয়করে এলাকায় হানা দেয় পুলিশ৷ শুরু হয় গুলির লড়াই৷ পুলিশ আধিকারিক দাভিয়েস এনআর মরক বলেন, ‘ সোয়াট ও কোবরা বাহিনীর যৌথ আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ আলফা জঙ্গির৷ গুলিতে জখম হন এক সাব-ইন্সপেক্টর৷ তাঁকে উইলিয়ামনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ নিহত আলফাদের সনাক্ত করা গিয়েছে৷ এই এলাকায় আলফা চক্রব্যূহ ভাঙতে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী৷