দৈনিক বার্তা : এবারের বিশ্বকাপে ফ্রান্সকে কেউ ধরছে না ! ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও দল নিয়ে আগ্রহী নন ৷ ব্রাজিলে গিয়ে যে ভাল করবে ফ্রান্স, তা মানছেন জিনেদিন জিদান ৷ তাঁর বিশ্বাস, করিম বেনজিমা ও ফ্র্যাঙ্ক রিবেরি জ্বলে উঠবেন ৷ দুর্দান্ত একটা টুর্নামেন্ট উপহার দেবেন।
১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোতে জিদানের অধিনায়ক ছিলেন দেশঁ ৷ ফ্রান্সের কোচ বলেই জিদানের প্রত্যাশাটা বেশি ৷ জিদান বলছেন, ‘ ফ্রান্স ভাল করবে। দক্ষিণ আফ্রিকায় সবাইকে হতাশ করেছিল ফ্রান্স। তবে দিদিয়ের দেশঁর কোচিংয়ে দল ভাল খেলছে ৷’
প্লে অফ খেলে ফ্রান্সকে এবার পেতে হয়েছে বিশ্বকাপের টিকিট ৷ প্লে অফের প্রথম লেগে ইউক্রেনের ঘরের মাঠে গিয়ে ২-০ হারের পর ফ্রান্স বিশ্বকাপে যাবে, এই বিশ্বাস অতি বড় ফরাসি সমর্থকও করেননি ৷ দেশঁ র দল সেই কাজটাই করেছে ফিরতি লেগে ৷ ফ্রান্স ম্যাচটা জিতে নেয় ৩-০ ৷ রিয়াল মাদ্রিদের সহকারী কোচ জিদান বলেন, ‘বাছাই পর্বে ফ্রান্স স্পেনের পিছনে থেকে দ্বিতীয় হয়েছে ৷ প্লে অফেও ভাল করেছে ৷ এই মুহূর্তে করিম বেনজিমা ও ফ্র্যাঙ্ক রিবেরি ফর্মে রয়েছেন। আমি জানি, চ্যাম্পিয়ন্নস লিগে রিবেরির বায়ার্ন বেনজিমার রিয়ালের কাছে হেরে ছিটকে গিয়েছে ৷ বিশ্বকাপে ওরা জুটি বেঁধে খেলবে ৷’ ফলে জিদানের বিশ্বাস ব্রাজিলে গিয়ে ভাল ফল করবে ফ্রান্স ৷ ১৯৯৮ বিশ্বকাপে জিদানের অসাধারণ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল ৷ এবার কি সেরকম কিছু দেখা যাবে ? জিদান আশাবাদী ৷