টিপু সুলতান/দৈনিক বার্তাঃ বকেয়া ৭ কোটি টাকার বিল পরিশোধের দাবিতে ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদাররা অনশন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার জেলা সড়ক ভবনের মেইন গেইটে তালা ঝুলিয়ে স্থানীয় ঠিকাদার সমিতি এ অনশন পালন করে। এতে কার্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঠিকাদাররা অফিস চত্ত্বরে এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির আহবায়ক অশোক ধর, যুগ্ম আহবায়ক কাজী কামাল আহমেদ, সোহরাব হোসেন, আবদুল হাকিম, বাবুল আজাদ, রাসিদুর রহমান রাসে বক্তব্য রাখেন। সমাবেশে ঠিকাদাররা বলেন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০১০ অর্থ-বছর থেকে ২০১২-১৩ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সড়ক ও মহাসড়ক নির্মাণকাজের ৭ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার বিল পাওনা রয়েছে। বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছে না। ফলে ঠিকাদাররা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। অনশন কর্মসূচি থেকে তারা দ্রুত যোগাযোগ মন্ত্রনালয়ের কালো আইন বাতিল করে অবিলম্বে বকেয়া বিল পরিশোধের দাবি জানান।
ঝিনাইদহ সওজ-এ নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারদের বকেয়া বিলের জন্য মন্ত্রনালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মন্ত্রনালয় থেকে অর্থ ছাড় এলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।
ঝিনাইদহে ৩দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
দৈনিক বার্তাঃ ‘সংস্কৃতি আর প্রযুক্তি, দুইয়ে মিলে উন্নতি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল জলিল। এ মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে। স্টলে অনলাইন কুইজ, ই-সেবা সংক্রান্ত প্রামান্য অনুষ্ঠান, আউট র্সোসিং সেমিনার, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি ক্লাব অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ারদার ও পুলিশ সুপার আলতাফ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলার সঙ্গে বাংলাদেশের জনগণ এখন পরিচিত। বিশ্বায়নের এই যুগে যদি বর্তমান এই পৃথিবীতে বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে তথ্যপ্রযুক্তির জ্ঞান থাকা প্রয়োজন।