দৈনিক বার্তা : ফেসবুক খুব তাড়াতাড়ি নিজেদের ভিডিও চ্যাট সার্ভিস লঞ্চ করতে চলেছে৷ সুত্র অনুযায়ী ফেসবুক তাদের নতুন এই ভিডিও স্রভাসের নাম রেখেছে ‘স্লিঙ্গশট’৷ ভিডিও ও চ্যাট সার্ভিস স্প্যাপচ্যাট ফভেসবুক বেশ ভাল টক্কর দিচ্ছে৷ তাই নিজের পাল্লা ভারী করতেই ফেসবুকের নতুন এই পদক্ষেপ৷ কিছু আগেই খবর এসেছিল যে, ফেসবুক স্ন্যাপচ্যাট কিনতে চলেছে কিন্তু তিন মিলিয়ন ডলার দিয়েও এটি কিনতে পারেনি ফেসবুক৷
নতুন এই ভিডিও সার্ভিস ‘স্লিঙ্গশট’এ ব্যবহারকারীরা ফটো ও ভিডিও পাঠানোর সুবিধা পাবেন৷ এই পরিষেবায় যে কোন একজনকেই ছবি বা ভিডিও পাঠানো যাবে এবং এটি ডিলিট হওয়ার আগে কেবল একবারই দেখা যাবে৷ এর আগেও ফেসবুক ‘পোক’ সার্ভিস চালু করছিল৷ কিন্তু এটি খুব বেশি কমাল দেখাতে পারেনি৷
একটি রিপোর্ট অনুযায়ী জেন ওয়াই বর্তমানে ফেসবুকের তুলনায় স্ন্যাপচ্যাটে ভিডিও ও ছবি বেশি পরিমানে আপলোড করেন৷ সমীক্ষা অনুযায়ী প্রতিদিন প্রায় ৪০ কোটি ভিডিও-ছবি স্ন্যাপচ্যাটে আপলোড করা হয়৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলেও এই ফিচারের দিক থেকে ফেসবুক অনেকটাই পিছিয়ে৷ ফেসবুকে প্রতিদিন ভিডিও ও ফটো আপলোড হয়ে ৩৫ কোটি৷