দৈনিক বার্তা : এরকমও হয় ৷ দক্ষিণ আমেরিকার দেশের দিকে চোখ ফেরালে, সেরকমটাই দেখা যায় ৷ দক্ষিণ আমেরিকার দেশের মানুষরা ফুটবলপাগল ৷ তা আরও একবার দেখা গেল ৷ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস সই করেছেন স্পোর্ট বয়েজ ক্লাবে ৷ মিডফিল্ডে খেলবেন তিনি ৷ উল্লেখ্য, বলিভিয়ার প্রেসিডেন্টের বয়স ৫৪ ৷ তিনি আবার ফুটবলঅন্তপ্রাণ ৷
প্রথম ডিভিশন ক্লাবের তরফে জানানো হয়েছে, ক্লাবের ম্যাচে কুড়ি মিনিট করে খেলতে দেখা যাবে দেশের প্রেসিডেন্টকে ৷ তবে ব্যস্ততার জন্য প্রতিটি ম্যাচে তিনি খেলতে পারবেন না ৷ এর জন্য তাঁকে বেতনও দেওয়া হবে ক্লাবের তরফে ৷ স্পোর্টস বয়েজের তরফে আরও জানানো হয়েছে, বলিভিয়ান প্রেসিডেন্ট ১০ নম্বর জার্সি পরবেন ৷ এর আগে ছ’ হাজার মিটার উচ্চতায় ফুটবল খেলতে নেমেছিলেন তিনি ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় খেলার বিরোধিতা করার জন্যই মাঠে নেমে পড়েছিলেন মোরালেস ৷ ২০০৬-য়ে গোলকিপারের সঙ্গে সংঘর্ষে নাক ভাঙেন তিনি ৷