1দৈনিক বার্তা : বিএনপি ও আওয়ামী লীগ  দেশের বড় দুইটি দল; এই দুই দলের সমন্বয়ে আমাদের গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত  সেন গুপ্ত।

মঙ্গলবার সকালে রাজধানীর ডিল্পোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ভারতের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক  জোরদার করতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হাবিল-কাবিল দিয়ে কিছু হবে না।কূটনৈতিক প্রচেষ্টা দৃঢ় ও স্পষ্ট করতে হবে।  সেখানে সবার গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক অবস্থান রাখতে হবে। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ও অভ্যন্তরীণ সংকট নিরসনে দু-দলকেই ঐক্যমতভাবে কাজ করার আহ্বান জানান।সুরঞ্জিত বলেন, বিএনপি জন্ম  থেকেই ভারতবিরোধী রাজনীতি করে আসছে। এখন সাম্প্রদায়িক  মোদিকে অভিনন্দন জানিয়েছে। সম্পর্ক বাড়ানোর  চেষ্টা করছে। এসব করার আগে তাদের জনসম্মুখে  ঘোষণা দিতে হবে, আমরা আর ভারতবিরোধী নীতিতে  নেই। এর পর তাদের অন্য কথা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, তাকে নিয়ে আমি কিছু বলি না। কিন্তু ইদানীং মনে হচ্ছে ফখরুল সাহেবের ভাষার প্রতি সংযমের অভাব দেখা দিয়েছে। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, এই সরকার অবৈধ না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত। বড় ধরনের পরিবর্তন না হলে আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী  শেখ হাসিনার অধীনেই হবে।

তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে  মোদি সরকার গঠন করেছে। ভারত গণতন্ত্রে বিশ্বাস করে। তাই  দেরিতে হলেও তিস্তা পানি চুক্তিসহ বাংলাদেশের সব দাবি কূটনৈতিকভাবে সম্পন্ন করবে।তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের  শেষ দিক থেকে দেশে গণতান্ত্রিক সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য দুই দলকে একত্রিত হয়ে গণতন্ত্রের চর্চা করতে হবে।

সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, দেশের জনগণ সরকার ও বিরোধী দলের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। প্রত্যাশা পূরণ করতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।তিনি আরো বলেন, ভারতে সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে নরেন্দ্র মোদি সরকার গঠন করেছেন। ভারত গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দেরিতে হলেও তিস্তা পানি চুক্তিসহ বাংলাদেশের সকল দাবি কূটনৈতিকভাবে সম্পূর্ন করবে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ দিদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আ.লীগ উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন  চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হুমায়ন কবির মিজি প্রমূখ।