দৈনিক বার্তা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী তমাকের ব্যবহার বন্ধে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নে সংসদ সদস্যদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, তামাক সেবন শুধু স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে না, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের উপরও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এতে জাতীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়টি বিবেচনা করা আবশ্যক।
তিনি মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে হিউম্যান ডেভলপ্মেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি), ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো (ইউএফএটি)ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফতে) এর সহযোগিতায় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত তামাকের ক্ষতিকর প্রভাব: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।
স্পিকার বলেন, তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রচুর তথ্য থাকা প্রয়োজন – এ তথ্যাদি থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাক প্রতিরোধ করতে হবে।
সংসদ- সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কি ধরনের নীতিমালা গ্রহণ এবং আইন প্রণয়ন করলে তামাক প্রতিরোধ সম্ভব সে বিষয়ে আপনাদের কাজ করতে হবে। তামাকের ক্ষতিকর দিক নিয়ে অর্থবহ আলোচনার মাধ্যমে সকলের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বেরিয়ে আসবে। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি কাজে লাগিয়ে আসন্ন বাজেট অধিবেশনে সংসদ সদস্যগণ তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে সংসদের কার্যক্রমকে সমৃদ্ধ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার আরো বলেন, তামাক সেবনের প্রভাব পুরুষের পাশাপাশি নারীদের ওপরও পড়ে। বিশেষ করে গর্ভাবস্থায় নারীরা তামাক সেবন করলে সন্তানের ওজন কম হয়, সন্তানের রোগ প্রতিরোধ সক্ষমতা হ্রাস পায় এবং অসুস্থ শিশু জš§গ্রহণের আশঙ্কা সৃষ্টি হয়। তাছাড়া তামাক সেবনের ক্ষতিকর প্রভাবে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। তিনি গর্ভবতী নারীদেরকে তামাক সেবন থেকে বিরত থাকার আহবান জানান।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
কর্মশালায় তামাকের ক্ষতিকর প্রভাব: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন হিউম্যান ডেভলপ্মেন্ট রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।
এছাড়া কর্মশালায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী তামাক নিয়ন্ত্রণ আইন’ বিষয়ে এবং জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ. মালিক তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
হুইপ মোঃ আতিউর রহমান আতিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থা কমিটির সভাপতি মকবুল হোসেনসহ ৪০জন সংসদ সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন্। সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।