1
File Photo

দৈনিক বার্তা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে আজ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে । আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হাইওয়ে থানার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস গাবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হানিফ নামে ১ জন মারা যায়। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যায়। পুলিশ দুুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করেছে। এঘটনায় বিক্ষুব্ধ লোকজন পুলিশের কর্তব্য অবহেলার অভিযোগে ঢাকা রংপুর মহাসড়কের অবস্থান নেয় এবং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।