2দৈনিক বার্তা : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে আসছেন লুইস ফ্যান গাল  ৷ ম্যান ইউ-তে আসার আগেই কিন্তু বিতর্ক তৈরি করে দিয়েছেন তিনি ৷ প্রশ্ন দেখা দিয়েছে, ফ্যান গাল জমানায় ম্যান ইউ-র নেতৃত্ব সামলাবেন কে ? ডেভিড মোয়েসর সময়ে ওয়েন রুনিই অধিনায়কের আর্ম  ব্যান্ড পরতেন ৷কিন্তু ফ্যান গাল চাইছেন ভ্যান পার্সিই ম্যান ইউ-র নেতা হোন ৷ নেতৃত্বের প্রশ্ন নিয়ে দুই তারকার মধ্যে দূরত্ব তৈরি হতে পারে ৷

ভ্যান গালের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে ম্যান ইউ-র ৷ নাম ঘোষণা কেবল সময়ের অপেক্ষা ৷ ভ্যান গাল নিজের ভোট দিয়েছেন ভ্যান পার্সির দিকে ৷ বলেছেন, ‘ভ্যান পার্সিই আমার অধিনায়ক ৷ জাতীয় দলে আমার অধীনে দেড় বছর খেলেছে ভ্যান পার্সি ৷ সব থেকে বেশি গোল করেছিল ৷ ডাচ টিমের হয়ে অল টাইম টপ স্কোরার ভ্যান পার্সি ৷’

চোট সারিয়ে ফিরে ইকুয়েডরের বিরুদ্ধে সমতা ফিরিয়েছেন ভ্যান পার্সি ৷ দুর্দান্ত গোলটি করেছেন তিনি ৷ ভ্যান গাল বলেন, ‘খুব খারাপ ধরনের চোট থেকে উঠে অবিশ্বাস্য গোল করেছে ভ্যান পার্সি ৷ ওর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট ৷ ও খুব ভাল অধিনায়কও বটে ৷ আর সেটাই গুরুত্বপূর্ণ ৷ আমার মনে হয় ভ্যান গাল ও ভ্যান পার্সির চিন্তাভাবনা, দর্শন এক ৷’