দৈনিক বার্তা : প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বের করল জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জ। ‘বি-ক্লাস ইলেক্ট্রিক’ নামের গাড়িটি এই গ্রীষ্মেই মার্কিন বাজারে পাওয়া যাবে। সামনের চাকা চালিত গাড়িটির ড্রাইভ ট্রেইন বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার তৈরি হওয়ায় এটি ব্যবহারকারীকে দিবে ১৭৭ অশ্বশক্তি এবং প্রচুর টর্ক।
তবে শক্তিশালী হলেও বৈদ্যুতিক গাড়ির যে সীমাবদ্ধতা তা দূর করতে ব্যর্থ হয়েছে মার্সিডিজ-বেঞ্জ। ২৮ কিলোওয়াটের ব্যাটারি ব্যবহার করা হলেও পূর্ণ চার্জে গাড়িটি মাত্র ৮৫ মাইল পথ পাড়ি দিতে সক্ষম হবে। অথচ বিএমডাব্লিউ এর আই ৩ ১০০ মাইল আর টয়োটার র্যাভ ৪ ১০৩ মাইল পাড়ি দিতে পারে। তবে মাত্র ২ ঘণ্টা চার্জে (২৪০ ভোল্ট আউটলেট) গাড়িটি ৬০ মাইল পাড়ি দিতে পারবে। পূর্ণ চার্জ নিতে সময় নিবে ৩.৫ ঘণ্টা।ইকোনোমি এবং স্পোর্টস এই দুইটি সেটিংস ব্যবহার করে গাড়িটি চালানো সম্ভব। গাড়িটির সর্বোচ্চ গতি বৈদ্যুতিকভাবে ১০০ মাইলে সীমাবদ্ধ করা হয়েছে।